
খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীর উপর কাঠের তৈরি পুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিৎ বৈদ্য , বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম , সহকারী কর্মকর্তা নিক্সন রায় , শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম , শোভনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইকেল মল্লিক , আওয়ামীলীগ নেতা শেখ ওহিদুজ্জামান লিপু , শেখ কামরুজ্জামান টিপু , শেখ জিল্লুর রহমান , সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের , মাহাবুর রহমান , নাজমুল হোসেন বকুল প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি ডুমুরিয়ার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্প -৩ এর আওতায় ২২-২৩ অর্থবছরে ডুমুরিয়া বাজারের উত্তর পাশে উত্তর চিংড়া ভিভিসি যৌথ স্কীম এর মাধ্যমে প্রায় লাখ টাকা ব্যয়ে ভদ্রা নদীর উপর কাঠের পুল নির্মান করা হয়।