
ডুমুরিয়ায় হয়রানীমূলক মামলায় জামিন পেয়েছেন যুবলীগ নেতা নাসির গোলদার। রবিবার খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে জামিন দেন।
আদালত সুত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া বাজার কমিটির সভাপতি ও সাজিয়াড়া মধ্যপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নাসির গোলদার ও ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান গাজীর নামে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলনা গ্রামের মনিরুল ইসলামের মা হাসিনা বেগম বাদি হয়ে একটি হয়রানীমূলক মামলা দায়ের করেন। গত ১৮ এপ্রিল খুলনা চীফ জুজিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে নাসির গোলদার জামিন প্রার্থনা করেন। আদালত তাকে ওইদিন জামিন না মঞ্জুর করে। রবিবার পূনরায় জামিন প্রার্থনা করলে পূনরায় জামিন দেয় একই আদালত। জামিন শুনানীতে অংশ নেন এড. মতিয়ার রহমান।
Please follow and like us: