ডুমুরিয়ার কদমতলার গ্যাংরাইল নদীতে কুমিরের দেখা মিলেছে। বুধবার দুপুরে নদীর মাঝ বরাবর কুমিরটি দেখা যায়। এসংবাদে এলাকার হাজার হাজার উৎসুক জনতা কুমিরটি এক নজর দেখার জন্য নদীর পাশে ভীড় করতে থাকে। কয়েক মাস একই নদীতে অনুরূপ একটি কুমিরের দেখা মেলে।
এব্যাপারে কুমিরটি দেখতে আসা রফিকুল ইসলাম, শাহানারা বেগম, আজিজুল ইসলাম ও হাফিজুর রহমান বলেন, নদীতে কুমির দেখা গেছে এসংবাদে আমরা ছুটে আসি। কুমির দেখে আনন্দ পেয়েছি। তবে মনে মনে বিপদের ভয়ও পাচ্ছি। তাই সকলকে সর্তকতা অবলম্বন করে নদী পারাপারের জন্য অনুরোধ করছি।
Please follow and like us: