ডুমুরিয়ার মাগুরাঘোনায় আদালতের আদেশ উপেক্ষা করে এতিমের সম্পত্তিতে জোরপূর্বক ভবন নির্মানসহ ছাদ ঢালাই দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার সকালে বিবাদী আদালতের সকল আদেশ উপেক্ষা করে ছাদ ঢালাই দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত ওমর আলী খার কন্যা জাহারানা বেগম বাদী হয়ে কাঞ্চনপুর মৌজা, যার জেএল নং-১০১,এস এ খতিয়ান নং-৬০,বিআরএস খতিয়ান নং-৪৬৬, দাগ নং-৭৪৪,জমির পরিমান-.৭৪একর, জমির উপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমলী ‘খ’ অঞ্চল ডুমুরিয়া আদালত, খুলনায় একটি মামলা দায়ের করেন। আদালত শান্তি-শৃংখলা রক্ষার্থে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রেখে দেঃ-১৪৬/২২ এর নালিশি তফসিল বর্ণিত সম্পত্তিতে শান্তিশৃংখলা যাতে বজায় থাকে এ জন্য মূল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল বর্ণিত সম্পত্তিতে দখল বিষয়ে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেন। তারপরও বিবাদী একই গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে মাষ্টার মতলেব খাঁ আদালতের সকল আদেশের প্রতি বৃদ্ধাঙ্গলী দেখিয়ে উক্ত নালিশি সম্পত্তিতে ভবন নির্মান করাসহ শনিবার সকালে ছাদ ঢালাই দিয়েছে। এব্যাপারে মতলেব খা বলেন, আমার জমিতে আমি ভবন নির্মানের কাজ করছি ।