ডুমুরিয়া তরুণ সংঘ কর্তৃক আয়োজিত ৮ দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতায় নাইম-আরিফুল জুটি চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টা থেকে বিরতিহীন ভাবে চলা এ খেলাটি রাত ১ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। চুড়ান্ত পর্বের খেলায় খলশী গ্রামের হুসাইন -ইসা জুটিকে ২১-২০ পয়েন্টে পরাজিত করে আরাজি ডুমুরিয়া গ্রামের নাইম-আরিফুল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য লুৎফর রহমান মোড়ল, মোজাম্মেল হক মোহন,জাফর মোড়ল,সুমন শেখ।