গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি’র শারীরিক সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওছার আলী, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু ও হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম, গোলাম হোসেন কদ্দুছ, অশ্বিনী কুমার বর্মণ, সোলায়মান হোসেন ফুলমিয়া, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।