নয়া আলো ডেস্কঃ- প্রশাসনের অনুমতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুর হক মুসলিম হলের ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান করছেন ছাত্রলীগ নেতা আহমেদ রুবেল। প্রশাসনের অনুমতি না থাকলেও হল ছাত্রলীগের ছত্র-ছায়ায় এই নেতা হলে নিজের বিয়ের হলুদ অনুষ্ঠান করছেন।
আহমেদ রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এর অনুসারি।
আহমেদ রুবেল বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রজীবন শেষ হয়ে গেলেও এই নেতা হলে থাকেন বলে জানা যায়।
ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. মমিনুল ইসলাম বলেন, “হলে গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য সে হল প্রশাসন থেকে অনুমতি নেয়নি। আমরা বিষয়টি প্রক্টরিয়াল টিমকে জানিয়েছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, “আমি বিষয়টি দেখতেছি।”