মো: তাজমুল ইসলাম,তালা প্রতিনিধি:- তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগর জামে মসজিদ সংলগ্ন রাস্তাটি যেন মরন ফাঁদে পরিণত হযেছে। ইট, পাথর উঠে রাস্তাটি একবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আবর রাস্তার মাঝে দির্ঘদিন ভেঙ্গে পড়ে ্অছে কালডার্টটি। ফলে অহরহ দুর্ঘটনায় পতিত হচ্ছে সাধারণ পথচারীরা। এলালাকাবাসীর প্রশ্ন রাস্তাটি দেখার কি কেউ নেই ?
সরজমিনে গিয়ে দেখা যায়, নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগর জামে মসজিদ সংলগ্ন রাস্তাটি অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। কিন্তু রাস্তাটির বিভিন্ন স্থানে ইট,পাথর উঠে যেমন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে,তেমনি একটি কালভার্টের প্রায় অর্ধেক এর বেশী অংশ ভেঙ্গে মরন ফাঁদে পরিনত হয়েছে। দির্ঘ্যদিন এমন অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ মেরামতের কোন উদ্যোগ গ্রহন করেনি বলে অভিযোগ এলাকাবাসীর। সন্ধ্যার পর রাস্তায় কোন বাতি না থাকার ফলে পথচারী সহ স্থানীয় মসজিদের মুসুল্লিরা জীবনের ঝুকি নিয়ে রাস্তায় চলাচল করছে। ২০/২৫ ফুট চওড়া রাস্তাটি দিয়ে এখন একটি বাই- সাইকেল বা মোটর সাইকেল চালানো দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মোল্লা সাঈদ মোড়ল, মোঃ আব্দুল হামিদ,আমিন উদ্দিন মোড়ল,মোঃ রফিকুল ইসলাম,মোনতাজ হোসেনসহ অনেকেই জানালেন, বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপুকে জানানো হয়েছে । কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা হয়নি । ভৈরব নগর মসজিদের ইমাম মাওলানা মোঃ ইবাদুল হক বলেন, সন্ধ্যার পর চলাচলে প্রায়ই দূর্ঘটনায় পড়ে পথচারীদের সাইকেল , মোবাইল সহ শারীকির ক্ষতি সাধিত হচ্ছে। নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু বলেন, ব্রিজটির বিষয়ে মাপ দিয়ে ঢাকাতে পাঠানো হয়েছে । আশা করি অতি দ্রুত সমাস্যার সমাধান হবে । তালা উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিম বলেন, বিষয়টি প্রত্রিয়াধীন রয়েছে , বরাদ্ধ আসলেই করা হবে । তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, অতিদ্রুত ব্রিজটি পূনঃ নির্মান সহ রাস্তাটি মেরামত করা হবে ।