মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরার তালায় তিন সন্তানের জননী ক্যান্সার আক্রান্ত আর্জিনা বেগম (৩৪) বাঁচতে চায়! সে উপজেলার মাগুরা গ্রামের আছাদুল শেখের স্ত্রী। বড় ছেলে ইমন (১৩), মেঝ ছেলে রিয়াছাত (৮), আর একমাত্র কন্যা তন্বী (৬) কে নিয়ে আর্জিনা বেগমের সংসার। তাঁর স্বামী বর্তমানে ফরিদপুরের একটি জুট মিলের শ্রমিকের কাজ করেন।
সন্তানদের মানুষের মত মানুষ করার স্বপ্ন ছিল পিতা-মাতার। কিন্তু স্বপ্ন তাদের স্বপ্নই রয়ে যাচ্ছে! দারিদ্রতার নির্মম কষাঘাতে জর্জরিত ক্যান্সার আক্রান্ত আর্জিনা বেগম অর্থাভাবে মৃত্যুর প্রহর গুনছে। তিনি মারা গেলে সন্তানদের কে দেখবে এমন উদ্বেগ আর শিশু সন্তানের অনাগত ভবিষ্যৎ প্রতিটি মুহুর্তে কুরে কুরে খাচ্ছে আর্জিনাকে। বর্তমানে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আর্জিনা বেগমের জীবন বাঁচাতে প্রায় ৪ লক্ষ টাকা দরকার! কিন্তু এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও দয়াশীল ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর জন্য সোনালী ব্যাংক লিমিটেড, মাগুরা শাখা, তালা, সাতক্ষীরা এর সঞ্চয়ী হিসাব নং: ০০২০৩০৬৫৯। এ ছাড়া ০১৭৯১-১৩৩২২৬ (বিকাশ) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।