
তাহিরপুরে রেনেসাঁ ছাত্রকল্যান পরিষদের ৬ষ্ট প্রতিষ্টা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কেক কাটার মধ্যে দিয়ে এ প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, লাউড়েরগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রইছ মিয়া, রেনাসাঁর সাবেক প্রতিষ্টাতা সভাপতি আল আমিন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, রেনেসাঁর বর্তমান সভাপতি ফরজে এমরান, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সদস্য রয়েল, সাগর, অহিদ মিয়া, হালিম মিয়া, আক্তারুজ্জামান সাকিব, জাহাঙ্গীর প্রমুখ।
প্রসঙ্গত, রেনেসাঁ ছাত্রকল্যান পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনটি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লোহাজুরী ছড়ারপাড় গ্রামের একঝাঁক তরুণ শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ।বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে সংগঠনটি আজ ৩০ ডিসেম্বর ২০২০ সালে ৬ষ্ঠ বছরে পদার্পণ করলো। এ উপলক্ষে সংগঠনের সদস্যরা তাদের ভবিষ্যত বিভিন্ন কর্মপরিকল্পনা ব্যক্ত করেন।
Please follow and like us: