
দিনাজপুরের ফুলবাড়ীতে বেতন স্কেল ১০ম গ্রেডেটের দাবীতে মানব বন্ধন ও প্রধান উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।
সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে কেন্দ্রিয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে তারা এ মানব বন্ধন করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানব বন্ধনে ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির ফুলবাড়ী উপজেলা আহবায়ক আবু তালেব এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলে রাব্বীর সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ বিভিন্ন স্তরের শিক্ষক নেতৃবৃন্দগণ।
মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমালের নিকট স্মারকলিপি প্রদান করেন।