এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে জয়যাত্রা টেলিভিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বীরগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিপ্ত জীবন হাসপাতালের সাধারন সম্পাদক ইয়াসিন আলীর সভাপতিত্বে ১ নভেম্বর শুক্রবার রাত্রী ৯ টায় জয়যাত্রা টেলিভিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম (মিলন) এর পরিচালনায় প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল আলোচনা সভার পূর্বে কেক কেটে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি এড্যঃ দেলোয়ার হোসেন, অরবিন্দু শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য শফিকুল আজম শুক্লা, দি নিউ নেশন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি তোফায়েল আহম্মেদ জুয়েল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, শ্রমীকলীগ নেতা আকরাম হোসেন মুন্না সহ রাজনৈতিক নেতা, গন্যমান্য ব্যক্তিগন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।