জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় দাগনভূঞা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস হোসেন মাহমুদ। পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত পত্রে ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে যোগদান কার্যকর করা হয়েছে। ১৯৯২ সালে দৈনিক কালবেলা পত্রিকার আত্মপ্রকাশ হয়। ২০২২ সালের জুন থেকে নতুন আঙ্গিকে পত্রিকাটি প্রকাশ করছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে দেশের জনপ্রিয় গণমাধ্যমের মধ্যেও শীর্ষে রয়েছে দৈনিক কালবেলা।
ফেরদৌস হোসেন মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমে ২০১৭ মার্স্টাস ইন বিসনেস এডমিনিস্টেশন (এমবিএ) ৩.৩৯ পেয়ে উত্তীর্ণ হন। তিনি সংবাদ সংগ্রহ ও সার্বিক বিষয়ে সহকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।