“দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ARAB) সংস্থার আয়োজনে জাতীয় যুব দিবস – ২০১৯ উপলক্ষে র্যালী করা হয়।
শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় নারিশা ইউনিয়ন পরিষদ ভবন থেকে যুব দিবসের র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পূর্বের স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় যুবদের করনীয় এবং বর্জনীয় নানান বিষয়ে বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন আরব সংস্থার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়ক চিত্তরঞ্জন মজুমদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাজিদ মিয়া, প্রবীণ কর্মসূচী সংগঠক নীলিমা আক্তার, নারিশা ইউপি সদস্যবৃন্দ এবং নারিশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুব ফোরামের আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।