
সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সকল নির্যাতন ও সহিংসতা বন্ধ করার দাবিতে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ছাগলনাইয়া উপজেলা শাখার পক্ষ থেকে শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন স্থানে র্যালী প্রদক্ষিন শেষে শহরের জিরো পয়েন্টে ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “ধর্ষন সহ সকল অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ধর্ষণের বিরুদ্ধে সোচ্চারে সমবেত হয়েছে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ সলিম উল্যাহ্ ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সহকারি পরিচালক এম. জয়নাল আবেদীন মিয়াজী, উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ আবদুল্লাহ্ রিপন, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন, যুগ্ন সম্পাদক বিবি জাহেদা, অর্থ সম্পাদক তানজিনা আক্তার, সহ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক অলিউল্যাহ্ ভুঁইয়া। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। পাশাপাশি ধর্ষন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষক যেনো কোনভাবেই আইনের ফাকে উপায়ে বেঁচে যেতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীকে সঠিক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ছাগলনাইয়া উপজেলা শাখার সদস্যবৃন্দ।
Please follow and like us: