এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার ধুনট উপজেলা সমবায় অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, অবসর প্রাপ্ত শিক্ষক জুলফিকার আলী, স্বাবলম্বী উৎপাদনমুখী শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম খোকন, ধুনট সোনালী সমবায় বানিজ্যিক সংস্থা লিমিটেডের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সমবায়ী ছানোয়ার হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে আলোচনা সভা শেষে উপজেলার সেরা ৩টি সমবায় সমিতির সদস্যদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।