এম.এ রাশেদ, বগুড়া প্রতিনিধিঃ- বগুড়ার ধুনটে মাদক ও সেবনের সরঞ্জামসহ ৬ সেবনকারী ও ১ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার বৃষ্ণপুর গ্রামের আলহাজ্ব আবু তালেবের ছেলে রাসেদুল রহমান (৩৩), আছের উদ্দিনের ছেলে কাওসার আলী (২০), আবুল কালামের ছেলে তারিকুল ইসলাম (২০), মৃত. মতিয়ার রহমানের ছেলে মাসুদুর রহমান (২০), মৃত. মতিউর রহমানের ছেলে আব্দুল্লা আল মামুন (২০), আব্দুর রহমানের ছেলে হাসান আলী (৪১) ও ছাতীয়ানী গ্রামের গোলাম রব্বানীর ছেলে বাবলু শেখ (৩৩)।
থানা সৃত্রে জানা যায়, বিষ্ণপুর গ্রামে মাদক সেবন করছিলো কয়েক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রাসেদুল, কাওসার, তারিকুল, মাসুদুর, আব্দুল্লা আল মামুন ও হাসান আলীকে গাঁজা সেবন করা অবস্থায় আটক করা হয়েছে। এসময় ২ পুরিয়া গাঁজাসহ সেবনের সরঞ্জাদী জব্দ করা হয়েছে। অপর দিকে বাবলু শেখ ছাতিয়ানী বাজারে মাদক বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার নিকট থাকা ১০ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।