৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নরসিংদীতে বিশ্ব রক্তদাতা দিবস পালন

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৪ ২০২২, ২০:৪৩ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রক্তের বাঁধনে বাঁধি প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান” এই শ্লোগানে নরসিংদীর মাধবদীতে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি মাধবদী মাধবদী এসপি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশনের খেলার মাঠ থেকে শুরু হয়ে মাধবদী পোস্ট অফিস মোড়, সোনার বাংলা মার্কেট, মাধবদী বাসস্ট্যান্ড, আনন্দী মোড় এলাকা প্রদক্ষিণ করে মাধবদী কলেজে গিয়ে শেষ হয়।

এতে যুবনগর সংগঠন, হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশন, হৃদয়ে বাংলাদেশ সংগঠন, বন্ধুমহল ৯৬, আলোকিত সামাজিক সংগঠন, মাধবদী ব্লাড ডোনার ক্লাব, সাপোর্ট ফাউন্ডেশন, আখালিয়া ইয়ং এসোসিয়েশন, মুসাফির সংগঠন, পাথরপাড়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, মাধবদী মীর যুব ব্লাড ডোনার ফাউন্ডেশন, আমার পরিবার সামাজিক সংগঠন, বনাইদ সোস্যাল সার্ভ এসোসিয়েশন, আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ ও নরসিংদী বাইকার্স ক্লাবসহ প্রায় ৪০ টি সংগঠনের কর্মীরা অংশ নেয়। পরে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে যোগ দেন স্বেচ্ছাসেবীরা।

মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আহ্বায়ক আল-আমিন রহমান জানান, মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতেই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র‌্যালী ও দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে। রক্তের অভাবে কাউকে যেন প্রাণ হারাতে না হয়, সেজন্য আমরা কাজ করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET