২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে আর.ডি.এফ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত




নাঙ্গলকোটে আর.ডি.এফ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৪, ২০:০৩ | 647 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা মূলক সংগঠন রায়কোট ডেভেলপমেন্ট ফ্রেন্ডশিপ “আর.ডি.এফ” এর আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার মন্তলী স্কুল এন্ড কলেজ, রহমানিয়া ফাজিল মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭শ’ ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৭৫ জন কৃতি শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী, সহকারী কমিশনার “ভূমি” মেহেদী হাসান, আরডিএফ ছাত্র ফোরাম মুখপাত্র ও ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা জাফর আহমদ মজুমদার, মন্তলী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল, নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, ইক্বরা মডেল স্কুল প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম মোল্লা, মন্তলী হাই স্কুল সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, আরডিএফ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম মজুমদার, সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাহফুজ আজিম, নাঙ্গলকোট প্রেস ক্লাব সদস্য সাইফুল ইসলাম, আরডিএফ ছাত্র ফোরাম সভাপতি ও কেন্দ্র সচিব সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আরডিএফ উপদেষ্টা নিজাম উদ্দিন, ডা: ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলম মানিক, মাসুম বিল্লাহ হাজারী, সাবেক ছাত্র ফোরাম সভাপতি এম.আই জাহিদ, আরডিএফ ছাত্র ফোরাম সহ-সভাপতি নূরুন নবী রিয়াদ, ইয়াহিয়া খন্দকার, নূর হোসেন, সাধারণ সম্পাদক জাফর আহমেদ আপন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কার্যকরী সদস্য ডা: তারেক, সজীব, রাকিব, জীবন প্রমূখ।
২০১৭ সালে আরডিএফ প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা মূলক কাজ করে আসছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সংগঠনটি ব্যাপক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET