
নাঙ্গলকোট প্রতিনিধি: নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার নাঙ্গলকোট উপজেলা ও ডিগ্রী কলেজ ছাত্রলীগ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। নাঙ্গলকোট ডিগ্রী কলেজ সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আবুল খায়ের আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মহিন উদ্দিন, আবু বক্কর, সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ, আখতার, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, প্রচার সম্পাদক রুবেল, উপ-প্রচার সম্পাদক শিমুল, দপ্তর সম্পাদক আবদুল জলিল, পরিবেশ সম্পাদক শরিফুর রহমান পারভেজ, মক্রবপুর ইউপি সভাপতি ফখরুল ইসলাম, পেরিয়া ইউপি সভাপতি ইছাক, ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়েদুল হক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন প্রমুখ। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।