সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন,নারীদের পিছনে রেখে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারেনা।বর্তমান সরকার পুরুষের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে।নারীরা সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।এজন্য শিক্ষার কোন বিকল্প নেই।প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানষিক বিকাশ ঘটাতে হবে।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে।এই ধারা অব্যাহত রাখতে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় ডুমুরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান,সাবেক প্রধান শিক্ষক আবু সাঈদ আহম্মেদ,প্রাাক্তন জেলা মাধ্যমিক শক্ষিা অফিসার গাজী মোহাম্মদ রফি,সাবেক প্রধান শিক্ষক জিরু বালা বিশ্বাস,সমাজ সেবক মোশাররফ হোসেন কচি,প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা মোঃ আরশাফ হোসনে,শিক্ষক রতন বিশ্বাস,গোপী নাথ মন্ডল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
প্রধান অতিথি এরপর ডুমরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব্যাপী মহান স্বাধীনতার মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন।শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ।বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনরি ভূমি মামুনুর রশিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ,সমাজ সেবা কর্মর্কতা সুব্রত বিশ্বাস,প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল,প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা মোঃ আরশাফ হোসেন,আনসার ভিডিপি কর্মর্কতা মিশু দে।মেলায় অংশগ্রহনকারী সরকারী বিভিন্ন দপ্তরের মধ্যে সেবা প্রদানের জন্য নির্বাচিত ডুমুরিয়া হাসপাতাল,সমাজ সেবা দপ্তর,শিক্ষা ও কৃষি দপ্তরসহ বিভিন্ন দপ্তরকে পুরষ্কৃৃত করা হয়।