
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার গণমাধ্যমকর্মীরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পলাশবাড়ী প্রেস ক্লাবের আয়োজনে রংপুর-বগুড়া মহাসড়কের স্থানীয় চৌমাথা মোড় বিক্ষুব্ধ সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় মহাসচিব প্রবীন সাংবাদিক নুরুজ্জামান প্রধান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাবেক সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ্ আলম সরকার, সহ-সভাপতি ফেরদাউছ মিয়া, নুরুল ইসলাম, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন ও সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বার বার ঘটছে। ঘটনার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।