২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে চড়-থাপ্পড়, শিক্ষক রামানন্দ রায়কে প্রত্যাহার




নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে চড়-থাপ্পড়, শিক্ষক রামানন্দ রায়কে প্রত্যাহার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০১৮, ১৮:৪৬ | 738 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলের চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে  এক শিক্ষকের থাপ্পড়ে এসএসসি শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ্য পড়েন। এ ঘটনার দায়ে চাঁচুড়ী পুুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক রামানন্দ রায়কে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে এগারটার সময় কেন্দ্র পরিদর্শক  ও উপজেলা সমাজ সেবা অফিসার  রফিকুল ইসলামের উপস্থিতে এ ঘটনা ঘটে। প্রহৃত শিক্ষার্থীকে কেন্দ্র পরিদর্শক রফিকুল ইসলাম ও কেন্দ্র সচিব মো.আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা মাথায় পানি ঢেলে সুস্থ করেন। সূত্র জানায়, বৃহস্পতিবার ছিল রসায়ন বিষয়ক পরীক্ষা। চাঁচুড়ী পুুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভবনে লিখিত পরীক্ষা চলাকালীন সময় খাতা দেখা-দেখি করাকে কেন্দ্র করে দায়িত্বরত ওই  বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক রামানন্দ রায় বাঁশগ্রাম-বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মহিবুল্লাহ মোল্যাকে (রোল-১২৬২০৮) কান ধরে থাপ্পড় মারেন। এত ওই শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটে। সঙ্গে সঙ্গে কেন্দ্র পরিদর্শক ও উপজেলা সমাজ সেবা অফিসার  রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে আহত শিক্ষার্থীর মাথায় পানি ঢেলে সুস্থ করে তোলেন। এ প্রসঙ্গে কেন্দ্র সচিব ও চাঁচুড়ী পুুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফুল ইসলাম,আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষার্থীকে একে-অপরের খাতা দেখে লেখার কারণে দায়িত্বরত শিক্ষক রামানন্দ রায় সামান্যভাবে কান ধরে সতর্ক করেন। এ ঘটনার দায়ে ওই শিক্ষককে ওই কক্ষ থেকে প্রত্যাহার করে ভিন্ন কক্ষে নেয়া হয়েছে।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET