আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি;
“দেশী পণ্য কিনে হবো ধন্য”শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ওয়ালটন শো-রুম উদ্বোধন করা হয়েছে।টি এন্ড ব্রাদার্স-এর আয়োজনে উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের সোনালী ব্যাংকের নীচতলায় এ শো-রুমেরউদ্বোধন করা হয়।০১ অক্টোবর মঙ্গলবার দুপুরে শ্লোগানের উপর গুরুত্বা রোপ করে আলোচনা সভা শেষে ওয়ালটন শো-রুমের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটন ডিলার তাছাফুর রহমান বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) সৈয়দ মাহমুদ হাসান দিনাজপুর ওয়ালটন প্লাজার এ্যমিঃডিরেক্টর ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এলা কার ব্যবসায়ীবৃন্দ, ওয়ালটন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী সহ সুধিজন উপস্থিত ছিলেন।