মোঃ নুর হাসান, পঞ্চগড় প্রতিনিধি:পাকিস্তান সরকারের বাধা ডিঙ্গিয়ে দেশের শিল্প কারখানা স্থাপনের প্রথম উদ্যোক্তা, মানবহিতৈষী কর্মবীর ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবাল বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে অবস্থিত এম এম টি এষ্টেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এম এম টি এষ্টেট এর ব্যবস্থাপক মোঃ সোহেল রানার সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশলী সলিমুল্লাহ মাহমুদ, হাড়িভাসা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা, শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি জাকির হোসেন প্রমূখ।প্রয়াত চিকিৎসক আমজাদ হোসেন এনায়েতপুরে হোসেন মানব সেবায় অলাভজনক খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি ছিলেন, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তাসহ শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক অনেক উন্নয়ন কর্মকান্ডে জাতীয় আন্তর্জাতিকভাবে ভূমিকা পালন করে গেছেন।