
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পঞ্চগড় সদরের নতুন বস্তি এলাকার খতিব উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী নুরুজ্জামান খান (৪০) ও ধাক্কামারা এলাকার আব্দুল কাদেরের ছেলে মাহাবুবুর রহমান জনি (৩০)।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান জানান, মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যবসায়ী ব্যারিস্টার বাজার এলাকায় সড়ক থেকে মহাসড়কের ওপর ওঠার সময় তেতুলিয়া থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে নুরুজ্জামান খান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহাবুবুর রহমানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়।