
শনিবার (২৯ জুলাই) বিকেলে ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নতুন করৈয়া বাজারে এক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সাংসদ শিরীন আক্তার বলেন, বিএনপি শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ঢাকায় অবস্থান অবরোধ করছে। তারা আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ নয় বরং শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে এবং দেশের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচনকালীন সরকারের নির্বাচন কমিশনের অধিনে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শিরীন আক্তার বলেন, শেখ হাসিনা টানা ক্ষমতায় থাকার কারনে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বর্তমান ১৪ দলের সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে সকলকে আহবান করেন তিনি। করৈয়া দারুল উলূম ইসলামিয়া নূরানী মাদ্রাসার সভাপতি হারুন রশীদের সভাপতিত্বে ও মাস্টার মনছুর আহম্মদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুর রউফ ভূঁইয়া, ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, কেন্দ্রীয় জাসদের সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আন্জু।