
“পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা”
হে ঈদ-উল-আযহা, এসেছে যে ফিরে,
জানিনা বাঁচব কিনা, পরাণকে ধরে!
ঈদ গরিবের সুখ, নামাজ সবার,
কোরবানি সকলের,গোস্ত অভাগার।
বিপদের ময়দানে, পশু কুরবানী,
আল্লাহর নামে, মাংস প্রদান সম্মানী।
হে মানুষ ফরজ যে, নৃ-র মুক্ত দান,
গরু জবাই বাহার, ত্যাগ কর মান।
ঘুণাক্ষরেও বল না, লাহম তোমার,
যিনি থাকেন অভাবে, গোশত তাহার।
আজকের যতো মাংস, ভুখার আহার,
দোয়া করি যেনো, ফিরে আসে শতবার।
খোদার পবিত্র দিনে, জানানোর ইচ্ছা,
ঈদ-উল- আযহার, ধর্মীয় শুভেচ্ছা।
“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ
Please follow and like us: