প্রধান অতিথি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা উপকূলীয় জেলে ও মৎস্যজীবিদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা ডিসি, ইউএনও কে বলেছি। আপনারা মৎস্য সম্পদকে রক্ষা করছে, এ জন্য আপনারা সদকায়ে জারিয়ার সওয়াব পাচ্ছেন। আল্লাহর নেয়ামত সুরক্ষায় কাজ করছেন, এ জন্যে আপনারা সওয়াবের অধিকারী হবেন।সুন্দরবনে যেন কেউ বিষ প্রয়োগ করতে না পারে, বা কেউ যে বন উজাড় না করেন এবং বন্যপ্রাণী রক্ষায় কাজ করেন সেই দাবী করছি। আপনারা সৎভাবে জীবিকা নির্বাহ করছেন এ জন্য সাধুবাদ জানাই। আপনারা মাছ আহরণ করে আমাদের আমিষের চাহিদা পূরণে কাজ করছেন। আপনারাও সুন্দরবনকে রক্ষায় কাজ করবেন, দেশের সম্পদ রক্ষা করবেন। আমরা আপনাদের পাশে থেকে কাজ করবো। আপনাদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, সুন্দরবন সুরক্ষায় সচেষ্ট থাকার আহবান জানান এই নেতা। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংঘটনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং নারী পুরুষ উপস্থিত ছিলেন।#
Please follow and like us: