![](https://www.naya-alo.com/wp-content/uploads/2019/11/Funny-Onion.jpg)
হিলি (দিনজাপুর) প্রতিনিধিঃ হিলি স্থল বন্দরে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। এক লাফে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। যে পেঁয়াজ গত বুধবার বিক্রি হয়েছে প্রতিকেজি ১৩০ থেকে থেকে ১৪০ টাকা। গতকাল বুধবার সেই পেঁয়াজ প্রতিকেজি প্রকারভেদে বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা।
পেঁয়াজ আমদানিকারকরা জানান, হিলি ¯’লবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার কারণেই দাম বেড়েছে।
পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ না থাকায় বিপাকে পড়েছেন তারা। অনেকেই দাম বেশির কারণে পেঁয়াজ কিনতে পারছেন না।
হিলি বাজারের পাইকারী পেঁয়াজ বিক্রেতা রেজাউল করিম জানান, সরবরাহ কম থাকায় পেঁয়াজের এই মুল্য বৃদ্ধি। এরবেশি আর কোন মন্তব্য করতে চাননি তিনি।
খুচরা পেঁয়াজ ক্রেতা রফিক জানান, তিনি যেখানে এককেজি পেঁয়াজ কিনতেন সেখানে সাতদিনে এককেজি পেঁয়াজ কিনছেন।
আরও কয়েকজন ক্রেতাকে আড়াইশ গ্রামের ¯’লে ১শ গ্রাম পেঁয়াজ কিনে পাগল করলো পেঁয়াজরে গান গাইতে দেখা গেছে।
এদিকে পাতাসহ নতুন পেঁয়াজ বাজারে উঠলেও প্রতিকেজি পাতাসহ পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হয়েছে।