
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামে শুক্রবার দুপুরে পিতা-মাতার কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে তিনি স্থানীয় জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রশাসনের লোকজনের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি ড. জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আবুল খায়ের আবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক সুমন, বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়েজ কবির, কাউন্সিলর শাহ্ খোরশেদ আলম মজুমদার, সাদেক হোসেন প্রমূখ।