
গীতি গমন চন্দ্র রায়॥ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সদস্য রাজবালার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত ০৮/০৪/২০১৮ ইং সোমবার বিকাল ৩ ঘটিকার সময় নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে তদন্ত গ্রহণ করবেন। পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তারিকুল ইসলাম। সে বিষয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করার করেন। ১। মাননীয় জাতীয় সংসদ সদস্য, পীরগঞ্জ, ঠাুকরগাঁও। ২। জেলা প্রশাসক, ঠাকুরগাঁও। ৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। ৪। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ঠাকুরগাঁও। ৫। উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্যÑ ও তদারকি কর্মকর্তা, ১০ নং জাবরহাট ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। ৬। জনাবা রাজবালা রাণী রায়, সংরক্ষিত ইউপি সদস্য (১,২,৩) নং জাবরহাট ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। ৭। জনাবা মালতী রাণী রায়, স্বামী-অনিল চন্দ্র রায়. মাটিয়ানী (ডাঙ্গীপাড়া) পীরগঞ্জ, ঠাকুরগাঁও।