১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




পুঠিয়ায় পৃথক স্থানে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০১৮, ২১:০৪ | 683 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:-  রাজশাহীর পুঠিয়া উপজেলায় পৃথক ভাবে পুলিশ নারী-পুরুষের দুটি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ দুটি উপজেলার নকুলবাড়ি ও ধনঞ্জয়পাড়া গ্রাম থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়। মৃতরা হলেন, নকুলবাড়ি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মখলেস আলী (৪৫) ও ধনঞ্জয়পাড়া গ্রামের আবদুস সালামের মেয়ে সালমা খাতুন (১৯)। তারা আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া এ তথ্য জানিয়েছেন। পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত ৮ ফেব্রুয়ারি সালমা খাতুন কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু সন্ধ্যায় সালমা মারা যান। খবর পেয়ে রাতে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। অন্যদিকে মখলেস আলী শারিরীকভাবে প্রতিবন্ধী ছিলেন। রোববার রাতে তিনি তার শয়ন কক্ষের খাটের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেন। এতেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। পরে সকালে মৃতদেহ দুটি মর্গে পাঠানো হয়। ওসি বলেন, পরিবারের সদস্যদের কথা অনুযায়ী আত্মহত্যা ধরে নিয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তখন পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET