
দীর্ঘ ৫ বছর পরে খুলনার সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বাগেরহাটের সর্বত্র। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর খুলনার বিভাগীয় জনসভায় শুধু বাগেরহাট থেকেই ২ লাখেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভা সফল করার লক্ষ্যে সোমবার (১৩ নভেম্বর) ভোর থেকেই বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে জেলার নেতাকর্মী সমর্থক খুলনায় পৌঁছে যান। তাছাড়া গত রাতে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী লঞ্চ ও ট্রলার যোগে খুলনায় এসে পৌছান।
এর আগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ও জেলায় প্রস্তুতিমূলক সভা সমাবেশ করেন। জেলা ও উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়ক গুলোতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মিত হয়েছে তোরণ। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তার দু’পাশ। আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন সড়ক ব্রিজ কালভার্ট এবং বড় বড় ভবনগুলোতে। মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জনসভার প্রচার-প্রচারণা চালিয়েছেন। টিশার্ট প্রদান করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে।
বিএনপি’র ডাকা অবরোধে খুলনার সমাবেশের কোথাও কোন ধরনের প্রভাব পড়েনি, কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি। জেলার প্রত্যেকটি স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা লক্ষ্য করা গেছে।
ভোর হতেই সড়ক মহাসড়কগুলোতে জেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার বাহনে লক্ষ লক্ষ নেতাকর্মী বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাাল উদ্দিন ও তন্ময় এমপির নামে স্লোগান দিতে দিতে জনসভায়স্থলে রওনা হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ থেকে দেশের উন্নয়নের চিত্র এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে তারা ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জনসভায় যোগদানকারী বাগেরহাট জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকেরা।
Please follow and like us: