
স্টাফ রিপোর্টার:
বন্দর থানা প্রেসক্লাবের নির্বাহী সদস্য একাত্তুরের সহ-মুক্তিযোদ্ধা
আবদুর রব(৭৬)আর নেই। বুধবার রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার
নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহ…..রাজিউন। তার
অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন ক্লাবের সকল
কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ আরিফুল ইসলাম
আরিফের প্রেরিত এক বার্তায় তারা উল্লেখ করেন,মরহুম আবদুর রব ছিলেন একজন
নীতিবান গণমাধ্যমকর্মী। তার মৃত্যুতে বন্দর থানা প্রেসক্লাব একজন ন্যায়
নিষ্ঠাবান অভিভাবককে হারালো। পরিশেষে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য,জীবদ্দশায় আবদুর রব কেবল একজন
গণমাধ্যমকর্মীই ছিলেন না তিনি ছিলেন সদালাপী,মিষ্টভাষী এবং স্পস্টবাদী।
এছাড়াও বিভিন্ন সময়ে সে একাত্তুরের মুক্তিযুদ্ধে বীর সেনানীদের সহায়তায়
যুক্ত ছিলেন এছাড়াও ধামগড় ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসেবেও
দীর্ঘ দিন দায়িত্ব পালণ করেছেন।