সৈয়দ মুন্তাছির রিমন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক ড্রইভার বাদশা মিযার পরিবারের কান্না কিছুতেই থামছেনা। আজ ২০ ফেব্রুয়ারি নিহত বাদশা মিয়াকে মাজডিহি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় এলাকার আকাশ-বাতাস যেন মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠে। কেউই এ মৃত্যু মেনে নিতে পারছেন না। অভাবের সংসারে নতুন করে তিন সন্তানকে ওষুধপত্র লেখাপড়া লালন-পালন এসব চিন্তায় স্ত্রী জায়েদা বেগম ও তিন সন্তান জাহেদুল ইসলাম (৮), জাবেদ হোসেন (৫) ও রুমা বেগম (১০) তাদের পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি হারিয়ে এখন দিশেহারা। কি হবে সেই অবুঝ শিশুদের ? কে নেবে তাদের ভরনপোষন এর দায়িত্ব ?। নিহত বাদশা মিয়ার তিন সন্তানসহ পরিবারটি মানবিক সহায়তার দাবি জানিয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সকিনা সিএনজি গ্যাস পাম্পের সামনে ইট ভর্তি ট্রাক ও ঢাকা-মেট্রো-ব-১৫-২৭৯২ প্রেসিডেন্ট ট্রেভেলস নামক যাত্রীবাহী বাসের সংঘর্ষে উপজেলার ভৈরবগঞ্জ এলাকার তোতা মিয়ার ছেলে বাদশা মিয়া নিহত হন। শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি নুর হোসেন জানান- নিহত বাদশা মিয়ার পরিবারকে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে (ঢাকা-মেট্রো-ব-১৫-২৭৯২) প্রেসিডেন্ট ট্রেভেলস নামক যাত্রীবাহী বাস শ্রীমঙ্গল থানায় আটক রয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।