![](https://www.naya-alo.com/wp-content/uploads/2020/06/PicsArt_06-07-03.38.39.jpg)
কক্সবাজার শহরের আলীরজাহানস্থ প্রসিদ্ধ ফারুকী সুপার শপের স্বত্তাধিকারী ও টেকনাফ উপজেলা বিএনপির সহসভাপতি মাওলানা ফরিদুল আলম ফারুকী আর বেঁচে নেই। তিনি আজ ৭জুন রবিবার দিবাগত রাত ২টা বেজে ১০মিনিটে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়ার মরহুম আবুল মঞ্জুরের বড় ছেলে মরহুম গণী মেম্বারের ভাতিজা। মৃত্যুকালে তিনি ৭মেয়ে ও ৬ছেলে এবং একজন স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মাওলানা ফারুকীর মৃত্যুর খবরে পরিবার ও তার গুণগ্রাহী শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাৎক্ষণিক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ ।
Please follow and like us: