মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুর ফুলবাড়ীতে বেসরকারী সংগঠন নারী কল্যান সমিতির উদ্যোগে গ্রামের তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া নারীদের দর্জি বিজ্ঞান ও বুটিক্স প্রশিক্ষনের মধ্য দিয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে গত(১১ অক্টোবর) সোমবার বিকেল সাড়ে ৪টায় পৌর এলাকার মধ্যচকচকা গ্রামে দর্জি বিজ্ঞান ও বুটিক্স প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
নারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোছা নাসিমা পারভিন এর সঞ্চালনায় নারী কল্যান সমিতির সভাপতি মোছাঃ সাহার বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। আরও উপস্থিত ছিলেন,নারী কল্যান সমিতির ক্যাশিয়ার মোছা শাহানাজ পারভিন,ব্রাক অবলম্বনের সেলাই প্রশিক্ষক দুলালী পারভিন নুপুর প্রমূখ।
উদ্বোধন শেষে এলাকার ৩০ জন নারীদের মাঝে সেলাইয়ের পূর্বে কাপড় কাটার উপরে বিশেষ প্রশিক্ষন প্রদান করেন, প্রশিক্ষক মোছাঃ ঝুমা পারভিন।