মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুরে বিরামপুর মহাসড়কেব লক্ষিপুরে রড বোঝাই ট্রাক্টর উল্টে
চালকসহ ২ জন নিহত আহত গুরুত্বর আহত ১জন ।
বিরামপুর থেকে রড় নিয়ে ফুলবাড়ী আসার পথে রাস্তার পাশে খাদে পড়ে
নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে ট্রাক্টরে থাকা রাডের চাপায়
ড্রাইভার আলামিন,হেলপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে নিহত হন। আর
এক হেলপার আলামিন গুরুত্বর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ড্র্রাইভার আলামিন(১৮) বিরামপুর দূর্গাপুর গ্রামের মুকুল
হোসেনে পুত্র। হেলপার সাজ্জাদ হোসেন(২০) একই গ্রামের সাহেদ আলীর
পুত্র,। আহত হেলপার আল-আমিন(২৫) একই গ্রামের তোতা মিয়ার পুত্র।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল জানান, আজ (৩১
অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় লক্ষিপুর নামকস্থানে সড়ক দূর্ঘটনার
খবর পাই সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই সেখানে দেখি যে
ট্রাক্টর উল্টে আছে। আমরা ট্রাক্টরে থাকা রডের নিচে চাপা পড়া দুইজনের
মৃতদেহ উদ্ধার করি আর একজন আহত হলে আমাদের যাবার পূর্বেই
স্থানীয়রা তাকে আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করান।