
ফেনীতে যাত্রা শুরু করল নতুন দৈনিক পত্রিকা “দৈনিক প্রভাত আলো”। ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র সম্পাদনায় ও প্রকাশনায় সত্য প্রকাশে ন্যায়ের পক্ষে ফেনীর মানুষের মুখপাত্র হয়ে কাজ করতে পত্রিকাটি যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্যদিয়ে পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সন্ধ্যায় ফেনী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, ফেনী জেলা সাংবাদিকতার তীর্থক্ষেত্র। দেশের বিক্ষাত সাংবাদিকদের অনেকেরই জন্মস্থান ফেনী।
দৈনিক প্রভাত আলো পত্রিকায় ফেনী সর্বস্তরের মানুষের কথা উঠে আসবে এবং এ পত্রিকার লিখনির মাধ্যমে সকল মানুষ উপকৃত হবে এমন আশা ব্যক্ত করেন জেলা প্রশাসক। তিনি আরো বলেন, শুধু দোষ নয় মানুষের ভালো দিকগুলো যাতে পত্রিকায় স্থান পায় সে দিকে লক্ষ রাখতে হবে। নিয়মিত সংবাদ প্রকাশের পাশাপাশি জেলার সম্ভাবনার দিক গুলো তুলে ধরতে পরামর্শ দেন জেলা প্রশাসক।
সভাপতির বক্তব্যে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সোহেল চৌধুরী বলেন, আমি যদি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকি কিন্তু দৈনিক প্রভাত আলো পত্রিকার সম্পাদক হিসেবে আমার পত্রিকায় সকল দল ও মতে কথা তুলে ধরব। ফেনীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুখের দুখের চিত্র তুলে ধরব দৈনিক প্রভাত আলো পত্রিকায়। পত্রিকাটির অগ্রযাত্রায় সোহেল চৌধুরী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) মোহাম্মদ মন্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।
বাসস ফেনী জেলা সংবাদদাতা আরিফুল আলম রিজভী’র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন, ফেনী রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক যতন মজুমদার, দৈনিক সমকাল’র নিজস্ব প্রতিনিধি শাহজালাল রতন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান।
এসময় ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: