এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার শেরপুরের বৃন্দাবন পাড়ায় ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে রবিবালা (৬২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের বৃন্দাবন পাড়ার যাত্রারাম সরকারের স্ত্রী রবিবালা বৃহস্পতিবার শেষ রাত আনুমানিক সাড়ে ৫ টার দিকে শিউলি ফুল তোলার জন্য বাহিরে আসে। ফুল তুলে নিয়ে নিজ ঘরে পুনরায় প্রবেশ করার পর বিদ্যুতের সুইচ দিলে সাথে সাথে সুইচের সাথে আটকে যায়। পরে তার নাতনী শ্রাবনি তাকে ছাড়াতে গেলে সেও সটকে দুরে চলে যায়।
শ্রাবনির চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন এসে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে তাকে উদ্ধার করলেও বৃদ্ধা রবিবালা সেখানেই মারা যায়। পরে সকাল ৯ টার দিকে স্থানীয় উত্তরবাহিনী মহাশ্মসানে তাকে দাহ করা হয়।