১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত-এলেক্স মুন!




বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত-এলেক্স মুন!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০১৯, ১৯:৩৮ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত,বিনোদন প্রতিবেদক:- এলেক্স মুন বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সকল বাঁধা বিপতি অতিক্রম করে হাজার স্বপ্ন ভাঙ্গার কথা বলছে পাশ থেকে অনেক কুচক্র মহল তারপর ও থেমে নেই ক্ষুদে এই মডেল এলেক্স মুন নিংশাস এ বিশ্বাস এ মিশে আছে বড় হওয়ার স্বপ্ন যা তাকে থামতে দিচ্ছে না হাজারো বাজে কথা বাজে গুন্জন শুনে ও থমকে গিয়ে ও আবার সকল কিছুর তোক্কাকা করে নিজের এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজ গন্তব্যে। মিডিয়াতে মুনের পথ চলা খুব একটা বেশী দিন নয়। ধীরে ধীরে গুটি গুিট পায়ে নিজেকে এগিয়ে নিয়ে চলছে। ৬ মাসের মতো হয়েছে মিডিয়াতে মুনের পথ চলা। ইতি মধ্যেই বেশ কিছু কাজ করে অভিনয় দক্ষতায় নজর কেড়েছে অনেক নির্মাতার। মিডিয়াতে এখন এলেক্স মুন নামেই পরিচিত নবাগত এই মডেল,অভিনেত্রী।
ইতিমধ্যে অংশ নিয়েছেন বেশ কয়েকটি মিউজিক ভিডিও, শটফ্লিম, খন্ড নাটকে,
কথা চলছে “আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়” খ্যাত সংগীত শিল্পী ইমন খান এর একটি নতুন গানের মডেল হিসেবে কাজ করার। চলচ্চিত্র পরিচালক দেওয়ান নাজমুলের আগামী কাজে ও তার অভিনয় করার বিষয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে মুন যাদের কাজ করছেন তারা হলেন জি স্বাধীন, হাসান আরিফ, মোহাম্মদ সাহাব,রেদওয়ান আহমেদ।
উল্লেখ্য মিডিয়ায় মুনের পথ চলা শুরু হয় এসআর মাল্টি মিডিয়ার মোহাম্মদ সাহাবের হাত ধরে।
এ্যাসেড বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুন স্বপ্ন দেখে পড়াশোনা পাশাপাশি একজন সফল অভিনেত্রী হবার অভিনেত্রী হওয়া টা  যে এতো টা সহজ  নয় তা হাডে হাডে টের পেয়ে ও থমকে যাননি এলেক্স মুন বড় হতে হলে আমাকে অনেক বেশি প্ররিশ্রম করতে হবে তা কিন্তু ঠিক এ মাথা রেখে কাজ করে যাচ্ছেন এলেক্স মুন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET