মো.মিজানুর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ট্রলার ডুবে বঙ্গোপসাগরে বরগুনার ১৫ জন জেলে নিখোঁজ হয়। এর মধ্যে ৮ জেলে ফিরে এলেও নিখোঁজ রয়েছেন বাকি ৭ জেলে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯ টায় বরগুনা সদর উপজেলার ৪ জন এবং তালতলী উপজেলার ৪ জন জেলে তাদের নিজেদের বাড়িতে ফিরে আসেন।
ফিরে আসা জেলেরা হলেন- দুলাল (৫৫),হারুন (৫০)মোস্তফা ফরাজী (৫০), জলিল খান (৪৫), আনোয়ার সিকদার (৪৫),পনু মোল্লা (৪০), মোশারেফ (৪০),জসিম ফরাজী (৩০)।
ফিরে আসা জেলেদের মধ্যে মোস্তফা ফরাজী বলেন (৮ নভেম্বর) গত শুক্রবার রাত আনুমানিক ৮টায় ঘূর্ণিঝড় বুলবুলের সংকেত পেয়ে উপকূলের দিকে ফিরে আসছিলেন তারা। পথে তাদের মাছধরার ট্রলারটির ইঞ্জিন বিকল হলে সাগরে ভাসতে থাকে এক সময় ট্রলারটি উল্টে যায়। এ সময় ৪ জেলে ট্রলারের ভেতরে আটকা পড়ে এবং বাকি ১১ জেলে ফ্লুট ধরে পানিতে ভাসতে থাকে তিন রাত দুই দিন ভেসে থাকার পর তাদের আরো দুইজন ফ্লুট ছেড়ে দেয় বাকি ৯ জন বাংলাদেশের সুন্দর বন এলাকা পাগরা তলী চরে আটকে পরে। পরে তাদের ৯ জনের মধ্যে ৮ জনকে উদ্ধার করে বিজিবি।
Please follow and like us: