১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২৫, ২১:২৭ | 646 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার নগরীতে বর্ণাঢ্য র‌্যালি, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে মতিহার থানার অক্ট্রয়মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহানগরীর কাজলা ও তালাইমারী ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরী মাঠে সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় দুটি দল অংশ নেয় এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দল বিজয়ী হয়।
আলোচনা সভায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগণী নীরো বলেন, প্রত্যেক বছরের মতো এ বছরও আমরা রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সকল সাংবাদিকরা খেলাধুলা ও আনন্দে মেতে উঠেছেন, যা এক ভিন্নধর্মী পরিবেশ তৈরি করেছে। আগামীতেও আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর ধারা অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ‘বাংলার বিবেক’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকতায় তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ভোক্তা সবচেয়ে বেশি। তাই সাংবাদিকতার সম্ভাবনাও বিশাল। তবে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য ছোট বিষয়কে বড় করে দেখানো উচিত নয়। তিনি দেশের কল্যাণে ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের সামাজিক কর্মকা-ে আরও বেশি অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি কাওসার মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক তাহাসীনুল আমীন রাহী, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন সম্্রাট, প্রচার সম্পাদক মোঃ পারভেজ ইসলাম, এবং ক্রীড়া সম্পাদক মোঃ বিপুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ আলী পুলক, আহম্মদ মোস্তফা শিমুল, মোজাম্মেল হক রনি, আবির শেখ, মোঃ রানা, হৃদয় পারভেজ, মোঃ রবিউল ইসলাম, আতিকুর রহমান মুন্টু, রাজশাহীর সময় অফিসের দপ্তর সম্পাদক মোঃ মাসুম-সহ অন্যান্য সদস্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET