রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সমন্বয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কর্মসুুুচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড অথরিটিটি বান্দরবান জেলার বিআরটিএ আয়োজনে মোটর সাইকেল যানবাহন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্টিত হয়েছে । বাংলাদেশ রোড অথরিটির বান্দরবান জেলা শাখার মোটর সাইকেল যান পরির্দশক মো: ফাহাত সিকদারের উপস্থিথিতে পরীক্ষা কর্মসুচিতে অনান্যের মধ্যে আরো উপস্থিথ ছিলেন অতিরিক্ত জেলা ভুর্মি কর্মকর্তা নাজমা বিনতে আমীন ,বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রাম কর্মকর্তা মো: সুরুত আলম ,সিভিল সার্জন মেডিকিল কর্মকর্তা ডা: বেলায়েত হোসেন সহ আরো অনেকে। পরীক্ষা কেন্দ্র উপস্থিথরত অতিথিরা বলেন সড়ক দুর্ঘটনার রোধে ও মাএতিরিক্ত গতিতে গাড়ি চালানো ,অনুমোদিত ওভারটেকিং হাত রক্ষার জন্য প্রতি বছর এই পরীক্ষা কর্মসুচির আয়োজন করা হয়। এই বছর পরীক্ষায় মোট ৬৬ জন পরীর্ক্ষাএী লিখিত পর্রীক্ষায় অংশ গ্রহন করেন এবং তাদের মধ্যে থেকে কৃতকার্য শির্ক্ষাএীদের মেীখিক পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ প্রদান করা হবে ।তাছাড়া গাড়ির হাল নাগাতকরন, বৈধ কাগজ পএ ,রেজিস্ট্রেশন সার্টিফিকেট ,বীমা সার্টিফিকেট,রোড পারমিট সহ বিবিন্ন প্রয়োজনীয় কাহজ পএ সম্পর্কে তাদের অবগত করা হবে যাতে পরবর্তীতে রাস্তায় চলাচলের সময় যে কোন সমস্যার সম্মুখিন হতে না হয় ।