মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা-তিতাস দুই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত এক সপ্তাহব্যাপী বিদ্যালয় পরিদর্শন শেষে দুই উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ২টি ক্রিকেট ব্যাট, ১টি বল, ২ জোড়া ব্যাটিং প্যাড, ১ জোডা থাই প্যাড, ২ জোড়া ব্যাটিং গ্লাভস, ১ জোড়া উইকেটে কিপিং প্যাড, ৬টি স্ট্যাম্পট , ৪টি বেল, ব্যাটিং হ্যান্ড প্যাড, ৩টি গার্ড ও ২টি করে হেলমেট, এছাড়া ১ হ্যান্ডবল,১ ফুটবল, ভলিবল, ১ দাবাঘর, একজোড়া ব্যাডমিন্টনের ব্যাট বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে খেলাধূলার সামগ্রী বিতরণ করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহামাদ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সাবেক সভাপতি সৈয়দ মো. ইসমাইল, হোমনা পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন।
এছাড়া তিতাস উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, তিতাস উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোহাম্মদ মহাসিন ভূইয়া, ও ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকিরসহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য জানান, ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশে অধিক জনপ্রিয় খেলা। এই খেলার মানোন্নয়নে দুই উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনকে ক্রিকেট এবং ফুটবল খেলার সামগ্রী দেওয়া হয়েছে।
এছাড়া তিনি আরোও জানান, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয় সেজন্য ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এ খেলার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
Please follow and like us: