দিনাজপুরের বিরলে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বর্ষপূর্তি ও ২৬ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
(শুক্রবার) সকালে পত্রিকার বিরল উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিরল প্রেসক্লাবের আহবায়ক আতিউর রহমান (দৈনিক যুগান্তর), সদস্য সচিব তাজুল ইসলাম (ভোরের দর্পণ), সদস্য, সাদেকুল ইসলাম (দৈনিক জবাবদিহি), দিপঙ্কর রায় (দৈনিক মানবকন্ঠ), আব্দুল আজিজ (দেশের কন্ঠ), জহরুল ইসলাম (বিরল সংবাদ) এ,বি মাসুম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় বক্তারা বলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা আমাদের সকলের পরিচিত এক সুনাম ধন্য পত্রিকা। পত্রিকাটি বিভিন্ন বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের করে ইতিমধ্যে শুনাম কুরিয়েছে । ভোরের চেতনা সংবাদপত্র ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারে কখনো পিছিয়ে থাকেনি। ভোরের চেতনার এগিয়ে যাওয়া অব্যাহত থাকুক।
Please follow and like us: