
দিনাজপুরের বিরলে আজ শুক্রবার ১৭ ই মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিরল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে৷
শুক্রবার সকাল ০৮ টায় উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সকাল ০৯, টায় উপজেলা আ:লীগের আয়োজনে বিশাল আনন্দ র্যালী নিয়ে বিরল-বোচাগঞ্জের মাননীয় সাংসদ ও মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম পির পক্ষ থেকে উপজেলা আ:লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ও উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০, টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম মোস্তাফিজুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আ:লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধা ০৭ টায় উপজেলা আ:লীগের আয়োজনে আলোচনা সভা, আতশবাজি, ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান এবং রাত ০৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us: