দিনাজপুরের বিরলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৮:৩০ টায় উপজেলা প্রশাসনের পক্ষে বিরল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে উপজেলা প্রশাসনের পক্ষে বহুি শিখা আশা, সহ সকল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পরে বিরল প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তর, বিএনপি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভিন্ন কর্মসূচী ও যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য নানা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথমে আনুষ্ঠানিকভাবে উপজেলা চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, ও উপজেলা চত্তরে ছোট পরিসরে বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us: