
দিনাজপুরের বিরলে আওয়ামলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট বৃস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি শোক মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে।
পরে দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগরের সভাতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বিলকিস পারভীন, যুুুবলীগের সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিৎ কুমার বাবুল, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম কেয়া ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন। এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Please follow and like us: